প্রিয় বিদ্যালয়,
আজ থেকে প্রায় ১৩ বছর আগে
তোমার সদর দরজা পেরিয়ে প্রথম প্রবেশ করি,তোমার একতলার একটি ক্লাসরুমে, চারিদিকে বেশ
কিছু নতুন অচেনা অপরিচিত মুখ আর কিছু দিদিমনি, ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম অনেকটা। দিদিমনিরা
আদরে কাছে টেনে নিয়েছিলেন। সেই থেকে এক অন্যরকম ভালবাসা তৈরি হয়েছিল। অপরিচত মুখগুলো
আস্তে আস্তে পরিচিত হতে শুরু করলো তারপর তারা আস্তে আস্তে খুব আপনজন হতে লাগল, তাদের
সাথে একই বেঞ্চে বসা, একই সাথে টিফিন শেয়ার করা, অফ টাইমে ফুটবল-ক্রিকেট খেলা, এসবের মধ্যেই এক চরম অনাবিল আনন্দ খুঁজে পেতাম আমরা।
দিদিমনি কিংবা স্যারেরাও কম
আপনজন হননি,তারাও যথেষ্ট কাছের হয়েছিলেন। তারা যেমন ভালো কাজে উৎসাহ দিতেন, তেমনই দুষ্টুমি
করলে উদুম পেটাতেন। তারপর একদিন স্কুলের গন্ডি পেরিয়ে আমরা প্রাক্তন হলাম, বুঝলাম সেইসব
স্বর্নালী দিনগুলোর ইতি হতে চলেছে। আর হবে না একসাথে টিফিন ভাগ করে খাওয়া,অফটাইমে ক্লাসের মধ্যে চলবে না ক্রিকেট, হবে না টিফিনের
পরে ফুটবল খেলা, কেউ বকবেনা হয়তো বা মারবেন ও না অন্যায় করলে, দারোয়ান খেঁচাবে না আমাদের
দেখলে। কারণ তোমার কাছে আমরা প্রাক্তন। তাই ভালো থেকো বিদ্যালয় তোমার নবীনদের নিয়ে।
আমাদের দুষ্টুমি, শয়তানি গুলো বেঁচে থাকুক তাদের মধ্যে। কারণ আমরা তো বড়ো হয়ে গেছি,
হয়তো বা আমাদের বড়ো হতে হয়েছে।
যতোদিন বাঁচবো ততদিন তোমার ওই স্কুলবাড়িটা আমাদের কাছে
দ্বিতীয় বাড়ি হিসাবে মনে থাকবে।
ইতি,
তোমার এক প্রাক্তন ছাত্র।
সঞ্চালন সেন গুপ্ত
উচ্চমাধ্যমিক - ২০১৯
Comments
Lucky Streak Resort Brings 계룡 출장마사지 Vegas Back to 의정부 출장마사지 Vegas · The legendary Las Vegas resort's newest hotel 용인 출장마사지 features the world's first full-service spa. · 세종특별자치 출장마사지 The famous 원주 출장샵