জয়
মা দুগ্গা
ডিসেম্বরের
এক সকাল, উফঃ কি ঠান্ডা, সাল ১৯৭৩, বাবার হাত ধরে
চলেছি ইস্কুলে ভর্তির পরীক্ষা দিতে। বিশাল লাল রঙের বাড়ীটার ভিতর ঢুকে এদিক
ওদিক দেখতে দেখতে সিঁড়ি বেয়ে দোতলায়। ঢং করে ঘন্টা, হাতে পেন্সিল, সামনে খাতা -
"লেখা শুরু করো" - কানে এল। ওমা লিখবো কি- কিছুই তো দেখতে পাচ্ছি না, চোখ
তো জলে ভর্তি। হঠাৎ করেই পাটভাঙা শাড়ীর খসখস শব্দ, চন্দনগন্ধী সাবানের সুবাস আর পিঠের
উপর একটা হাত - "কি রে বাবা, কাঁদছিস কেন? ভয় কি? লেখ - এই তো আমি আছি"
- মুখ তুলে দেখি, ওমা ক'দিন আগে মন্ডপে যে দুগ্গা ঠাকুর দেখেছিলাম, তিনিই আমার পাশে।
দুধে আলতা রঙ, পান পাতার মতো মুখ, কপালে লাল গোল টিপ। ব্যস, আর কি, পেন্সিল ছুটলো
তড়তড় করে খাতার উপর - শ্রীমতি প্রতিমা পাঁজা, সহকারী প্রধান শিক্ষিকা, প্রাথমিক বিভাগ,
নিউআলিপুর বহুমুখী বিদ্যালয়। ১৯৭৪ এ ইনফ্যান্ট থেকে ১৯৭৯ পঞ্চম শ্রেণী পর্যন্ত জীবনের
সোনালী দিনগুলোর শুরুই হতো মা দুগ্গার দর্শন দিয়ে, সেই লোভে কোনদিন স্কুল কামাই করিনি।
প্রতিবছর পেতাম Daily Attendance পুরস্কার।
প্রতিমাদি
আমাদের ইংরাজী পড়াতেন। ওনার ক্লাসে ইংরাজীতে কথোপকথনে উৎসাহ দিতেন। জিজ্ঞাসা করতেন,
" বলতো বাবারা FUTURE - "ফুটুর" না "ফাটুর"? CHALK -
"চলকে" না "কলকে"? এইভাবে শিখতাম বানান।
বার্ষিক
পুরস্কার বিতরণী উৎসব হতো প্রতিবছর, নাটকে অংশ নিতাম। রিহার্সাল করাতেন প্রতিমাদি,
বুলবুলদি। এখনও মনে পড়ে , প্রতিমাদি বলতেন, "অভিনয়ে হাতের একটা ভূমিকা আছে, হাতের
সঠিক ব্যবহার একটা চরিত্র ভালভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে"। এখন আর মঞ্চে
অভিনয় করি না। অভিনয় করি প্রতিদিন, প্রতিমুহুর্তে অনেক অনেক বড়ো এক মঞ্চে - যার নাম
"জীবন"।
বছরখানেক
আগে গিয়েছিলাম প্রতিমাদির বাড়ী। মাটির মা দুগ্গার তো বয়স বাড়ে না, আমার জ্যান্ত মা
দুগ্গার উপর মহাকাল থাবা বসিয়েছে। শিথিল চামড়ার হাতে আমার হাতটা ধরে বললেন -
"বোস কৌশিক"। মুখের দিকে তাকিয়ে দেখলাম অজস্র বলিরেখার আঁকিবুঁকি কাটা মুখে
সেই অনাবিল হাসি। মনে মনে বললাম "জয় মা দুগ্গা"।
পরিচয়
হলো প্রতিমাদির স্বামীর সাথে। কথা বলে দেখলাম অসাধারন মানুষ। দেখতে গিয়েছিলাম শুধু
পার্বতী, দেখে এলাম -"হরপার্বতী"। ফেরার সময় প্রণাম জানালাম মনে মনে। সার্থক
আমার কৈলাস যাত্রা।
কৌশিক
চক্রবর্ত্তী
মাধ্যমিক
১৯৮৫
Comments
Lucky 7 Casino is a top casino planet win 365 online that 다파벳 accepts players from the United States and Canada. Read our exclusive 카지노 review and get your exclusive No deposit