NAMSAA ANTHEM | নামসা সঙ্গীত
নামসা সঙ্গীত
কথা -সৌমিত্র মুখার্জী
সুর ও যন্ত্রানুসঙ্গ পরিচালনা - কাজল চক্রবর্তী
হারমোনিকা - কাজল চক্রবর্তী
কণ্ঠসঙ্গীতে - নামসা পরিবারের সদস্যবৃন্দ
NAMSAA ANTHEM
Tune & Music Arrangement : Kajal Chakraborty
Harmonica : Kajal Chakraborty
------------------------------------------------------------------------------
অরুণোদয়ের সাথে জেগে মোরা উঠেছি
নামসা মোদের পরিচয়
একসাথে চলবো ভালো কিছু করবো
করবোই সবকিছু জয়
নামসা মোদের পরিচয়।
মিলনের সাথে সাথে
করেছি পণ একসাথে
করবো সফল সব কাজ
আনন্দ, কি আনন্দ
স্বপ্ন সফল হলো আজ।
পুরনো কে সাথে নিয়ে
নতুন কে কাছে টেনে
এভাবেও ফিরে আসা যায়
আনন্দ, কি আনন্দ
স্বপ্ন সফল হলো আজ।
------------------------------------------------------------------------------
Comments