Amphan Relief Programme - Dibyendu Bhattacharyya

আম্ফান ত্রাণ কর্মসূচি

নামসার সদ্যসমাপ্ত ত্রাণ প্রকল্পের প্রতিনিধিদলের বরিষ্ঠতম সদস্য হওয়ার সুবাদে একটু যে চাপে ছিলাম সেটা স্বীকার করতে এখন আর দ্বিধা নেই। একদিকে করোণা সংক্রমনের ভয়াল পরিবেশ অন্যদিকে নির্বাচিত ত্রাণস্থলটি ত্রাণ পাওয়ার যোগ্যতায় যদিও সব বিতর্কের উর্ধে এবং ক্ষতিগ্রস্থ মানুষের হাতে সরাসরি কিছু তুলে দেওয়ার আবেদনের মাত্রাই আলাদা কিন্তু এ সবই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যে কতরকম দুর্লঙ্ঘ্য বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল সেটা এলাকাটি সম্বন্ধে যথেষ্ট পূর্ব অভিজ্ঞতা থাকার জন্য আমার জানা ছিল। প্রশাসনিক সহায়তা এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের অকুন্ঠ সহযোগিতা আমাদের বুঝতেই দেয়নি যে কত কঠিন একটি কাজ আমরা অনায়াসে সম্পন্ন করে নিরাপদে ফিরে আসতে সক্ষম হলাম। বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় আসীন আমাদের বিশাল প্রাক্তনীকুল যে কত অসাধ্য সাধন করার ক্ষমতাশালী তা আরেকবার প্রমাণ হলো।

দিব্যেন্দু ভট্টাচার্য (১৯৬৮)


Amphan Relief Programme at Gangasagar (Phase - I)

Amphan Relief Programme at Gangasagar (Phase - II)

Comments

vaysaboe said…
Harrah's Cherokee Casino & Hotel - JamBase
Harrah's Cherokee Casino 경산 출장마사지 & 구미 출장샵 Hotel 김해 출장안마 This 과천 출장샵 beautiful resort is tucked away in the heart of Western North Carolina. Built by the Eastern Band of Cherokee Indians, 원주 출장샵