রবীন্দ্র নজরুল স্মরণে
নামসার শ্রদ্ধার্ঘ্য
বর্তমান পরিস্থিতিতে নামসার
পক্ষে প্রতি বছরের মতো 'বর্ষবরণ' বা 'রবীন্দ্র-নজরুল জয়ন্তী' পালন করা সম্ভব হচ্ছে
না, তাই আমাদের এই প্রচেষ্টা। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি উপস্থাপনাটিকে মনোজ্ঞ করে
তোলার।
রবীন্দ্রনাথ ঠাকুর এবং
কাজী নজরুল ইসলামের বিস্তৃত বহুমুখী প্রতিভার সমস্ত আঙ্গিক একসাথে তুলে ধরা সম্ভব নয়,
এই স্বল্প পরিসরের উপস্থাপনায় আমরা শুধু তাঁদের সৃষ্ট কিছু গান ও কাব্য পরিবেশন করেছি।
এই অনুষ্ঠানের প্রত্যেকটি
উপস্থাপনা শিল্পী ও কুশলীরা তাদের বাড়ি থেকে করোনার বিরুদ্ধে পালনীয় সবরকম বিধিনিষেধ
সতর্কতার সঙ্গে পালনের মধ্যে দিয়ে প্রস্তুত করছেন। অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন নামসা
পরিবারের সদস্যরা।
ইউটিউব বা নামসা ব্লগের কমেন্ট সেকশনে আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের
মতামত ও পরামর্শ জানাতে পারেন। পরবর্তী উপস্থাপনা প্রস্তুত করতে আপনাদের পরামর্শ আমাদের
একান্ত কাম্য।
ধন্যবাদ।
কালচারাল সাব কমিটি
নিউ আলিপুর মাল্টিপারপাস
স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন (নামসা)
২৬শে মে ২০২০
২৬শে মে ২০২০
Comments
খুবই ভালো লেগেছে। সমস্ত কলাকুশলীদের এবং প্রোডাকশন টিমকে বিশেষ ধন্যবাদ জানাই।
Congratulations to all participants and the alumni who had worked hard from behind the scene to make the first digital presentation of NAMSAA a grand success.
ভারাক্রান্ত মনকে দিল ক্ষণিকের শান্তি ....
Suddhabrata Gangopadhyay